, মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

শরণার্থী শিবির-স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলের হামলা জোরদার

শরণার্থী শিবির ও স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে আবারও হামলা জোরদার করছে ইসরাইল। গেল ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে অন্তত ২৭ ফিলিস্তিনির।

নিহতদের মধ্যে ২ ফিলিস্তিনি সংবাদকর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অধিকৃত ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে ইসরাইলি হামলার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

এদিকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে মানবিক সহায়তা সংস্থা 'ডক্টর উইথআউট বর্ডার'। বারবার হামলার কবলে পড়া বাস্তুচ্যুত বাসিন্দাদের প্রাণহানি বন্ধের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি।

তবে যুদ্ধবিরতির আলোচনা ইস্যুতে হামাস ও ইসরাইল এখনও পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। কাতারের দোহায় মোসাদ প্রধানের সফর প্রসঙ্গে তিনি বলেন, 'জিম্মিদের মুক্তির বিষয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবেন মধ্যস্থতাকারীরা।'