মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

কাতারে মোবাইল মার্কেটগুলোতে বাংলাদেশিদের আধিপত্য

কাতারে মোবাইল মার্কেটগুলোতে ব্যবসায়ীকভাবে এগিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী দোহাসহ সব শহরেই ঈর্ষনীয় সাফল্য দেখাচ্ছেন প্রবাসী বাংলাদেশি মোবাইলের দোকানের ব্যবসায়ীরা।

কাতারের বিভিন্ন শহরে বেড়েছে বাংলাদেশি মালিকানাধীন মোবাইলের দোকান। যেখানে কাজের সুযোগ পাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশিরাও।

রাজধানী দোহাসহ বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মোবাইলের দোকানগুলোতে বেশিরভাগ ক্রেতাই সেখানকার স্থানীয়। এছাড়া বাংলাদেশিরা দেশে ফেরার সময় সেসব দোকান থেকে কেনাকাটা করেন বলে জানান দোকানিরা। তাই বেচা কেনাও হয় বেশ।

কাতারের মোবাইল ব্যবসা একসময় ভারতীয় ও মিশরীয় ব্যবাসায়ীদের নিয়ন্ত্রণে ছিল। তবে সময়ের সঙ্গে তা পরিবর্তন হয়ে এ ব্যবসায় এখন পুরোপুরি আধিপত্য রয়েছে বাংলাদেশি ব্যাবসায়ীদের।

সামনের দিনগুলোতে দেশটিতে মোবাইল ব্যবসার পরিসর আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বাড়বে কর্মসংস্থানের সুযোগও। এতে গতি বাড়বে দেশের রেমিট্যান্সে।