মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টার

দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। আজ রোববার (১৯ মে) সন্ধ্যায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের জোলফায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ।

হেলিকপ্টারে রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমীর-আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও ইরানের শীর্ষ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-হাসেমও ছিলেন। হেলিকপ্টারের ভেতরে থাকা যাত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ইরানের সংবাদসংস্থা ‘তাসনিম’। তারা সবাই নিরাপদ আছেন বলে জানা গেছে। এরইমধ্যে ২০ টি উদ্ধারকারী দল সেখানে উপস্থিত হয়েছে। তবে আবহাওয়ার বৈরিতার কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীরা আজারাবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ইরানে ফিরছিলেন।

এসএসএস