কিয়েভে রুশ হামলায় অন্তত চার ইউক্রেনীয় নিহত

ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত চার ইউক্রেনীয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) ভোরে কিয়েভে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় মস্কোর সেনারা।

রাশিয়া এসব হামলায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। অপরদিকে এসব হামলার জবাব দেয়ার দাবি তার।

একইদিন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিতে পশ্চিমাদের প্রতি জোর দাবি জানান জেলেনস্কি।

এসএস