যুক্তরাজ্যে সিপিআর বিষয়ে প্যারামেডিক শিক্ষার্থীদের বিশেষ ক্যাম্পেইন

ইউরোপ
বিদেশে এখন
0

হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাসপ্রশ্বাস চালু না থাকলে, সেই রোগীকে সিপিআর দিলে জীবন বাঁচানোর সম্ভাবনা বেড়ে যায় বলে দাবি করে আসছেন চিকিৎসকরা। তাই মানুষের মাঝে সিপিআর এর গুরুত্ব তুলে ধরতে বিশেষ ক্যাম্পেইন করলো যুক্তরাজ্যে ব্রাইটন বিশ্ববিদ্যালয়ের একদল প্যারামেডিক শিক্ষার্থীরা। স্বাস্থ্যসেবা পেশাদার কিংবা একজন পথচারী, সবার সিপিআর সঞ্চালনের জ্ঞান-দক্ষতা থাকা জরুরি বলে জানান তারা।

কার্ডিয়াক জরুরি অবস্থায় একজন রোগীর জন্য জীবন রক্ষাকারী কৌশল কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। তাই হঠাৎ হৃদরোগ কিংবা বিভিন্ন কারণে শ্বাস বন্ধ হয়ে যাওয়া রোগীদের হাসপাতালে নেয়া পর্যন্ত সময়টায় সিপিআর নিশ্চিতের উপর গুরুত্ব দিয়ে আসছেন চিকিৎসকরা। কিন্তু সিপিআর সম্পর্কে ধারণা না থাকায় অনেক সময়ই ঘটে অনাকাঙ্ক্ষিত মৃত্যু।

এ অবস্থায় সিপিআর সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে বিশ্ব ভালোবাসা দিবসে ২৪ ঘণ্টা সিপিআর ক্যাম্পেইন করে সারা ফেলেছে যুক্তরাজ্যে ব্রাইটন বিশ্ববিদ্যালয়ের একদল প্যারামেডিক শিক্ষার্থী। সঙ্গে ছিলে এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটি কেন্ট সারে সাসেক্সও।

একজন শিক্ষার্থী বলেন, এটি করার জন্য খুব ভালো একটি দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। একটি হার্ট রিস্টার্ট করার ক্ষেত্রে কেন্ট সাসেক্স সারে চ্যারিটি'র সাথে ক্যাম্পেইনে যোগদান এবং ভ্যালেন্টাইন ডে'র চেয়ে ভাল উপায় কি।'

ক্যাম্পেইনে অংশ নেয়া একজন বলেন, ‘আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পষ্টতই ভ্যালেন্টাইন্স ডেও এর প্রতীকী। কারণ আমি মনে করি এটি হৃদয়ের সঙ্গে সম্পর্কিত।’

হাসপাতালের বাইরে যেকোনো পরিস্থিতিতে কারো হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাসপ্রশ্বাস চালু না থাকলে, সেই ব্যক্তিকে সিপিআর দিলে জীবন বাঁচানোও সম্ভব বলে জানান চিকিৎসকরা।

মেম্বার অব দ্য এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটি কেন্ট সারে সাসেক্স ডা. ম্যাগনাস নেলসন বলেন, ‘যত বেশি মানুষ বুঝতে পারবে কীভাবে সিপিআর দিতে হয়, তত বেশি আমাদের রোগীদের এবং আমাদের পরিবারের সদস্যদের কার্ডিয়াক সমস্যায় গুরুতর অসুস্থ হলে বাঁচার সম্ভাবনা তত বেশি।’

সিপিআর দিলে রোগীর ফুসফুসে অক্সিজেন তৈরি হয়, একই সাথে শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সঞ্চালন নিশ্চিত হয় বলে দাবি বিশেষজ্ঞদের। তাই একজন স্বাস্থ্যসেবা পেশাদার কিংবা একজন পথচারী, সবার সিপিআর সঞ্চালনের জ্ঞান-দক্ষতা থাকা কারো জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

এসএস