পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যুক্তরাজ্যে জমে উঠেছে ঈদবাজার। লন্ডনের গ্রিন স্ট্রিটের ঈদ বাজারে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি। যেখানে মিলছে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পোশাক ও নানা ধরনের পণ্য।
গ্রিন স্ট্রিট ছাড়াও হোয়াইট চ্যাপেল, ইলফোর্ড, রমফোর্ড এলাকাগুলোতে জমে উঠেছে ঈদবাজার। বিদেশের মাটিতে থেকেও দেশিয় আমেজে কেনাকাটার সুযোগে খুশি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্বজনদের জন্য নতুন পোশাক ও বাহারি ঈদসামগ্রী কিনতে লন্ডনের শপিংমলগুলোতে ভিড় করছেন তারা।
প্রবাসীদের মধ্যে একজন বলেন, 'ঈদের আগে বাঙালিদের শপিংয়ের একটা আমেজ। এটা দেখলে ফিল হয় না যে দেশের বাইরে আছি।'
ক্রেতা সমাগম থাকলেও ঈদ সামনে রেখে এখনও আশানুরূপ বিক্রি হয়নি বলে দাবি বিক্রেতাদের। তবে ধীরে ধীরে ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শেষ সময়টায় বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের।
বাঙালি বিক্রেতাদের মধ্যে একজন বলেন, 'আমাদের ঈদের বাজার শুরু হয়েছে ইনশাআল্লাহ। ভালো সাড়া পাচ্ছি। কালেকশনও নতুন আসছে অনেক।'
বিদেশে দেশিয় পোশাকসহ সবকিছু মিললেও বাংলাদেশে কাটানো ঈদ আনন্দ ভীষণ মিস করেন প্রবাসীরা। অনেকে পরিবারের সঙ্গ ঈদ উদযাপনে দেশে ফিরলেও, জীবনের তাগিদে ইচ্ছে থাকা সত্ত্বেও বেশিরভাগ রেমিট্যান্সযোদ্ধারই সম্ভব হয় না দেশের মাটিতে ঈদ আনন্দে মেতে ওঠার।