রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১২ জন নিহত, আহত অর্ধশত

.
ইউরোপ
বিদেশে এখন
0

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত হয়েছে ১২ জন। আহত হয়েছে প্রায় অর্ধশত। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

শনিবার ইউক্রেনের বহুতল আবাসিক ভবন ও জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে ১২৩ টি ড্রোন হামলা করে মস্কো। যার মধ্যে ৫৬ টি ড্রোন ভূ-পাতিত করার দাবি করে কিয়েভ। একই দিন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে মিসাইল ইউক্রেন ভূ-খণ্ডে ৪০ মিসাইল দিয়ে আঘাতের দাবি করে রুশ প্রশাসন।

এতে প্রায় ১৮ টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইউক্রেনের। এর আগে ইউক্রেনের পোলতাভা ও খারকিভে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে মস্কো।

এএম