ইউরোপ
বিদেশে এখন
0

গণআন্দোলনে উত্তাল ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ সার্বিয়া

সরকারবিরোধী গণআন্দোলনে উত্তাল ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ সার্বিয়া। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থীরা।

সাধারণ ধর্মঘটের ডাকের মধ্যেই শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী বেলগ্রেডে বিক্ষোভে অংশ নেয় লাখ লাখ মানুষ। আন্দোলন হয় দ্বিতীয় বৃহৎ শহর নোভি সাড, দক্ষিণের নিস শহরসহ বিভিন্ন অঞ্চলে।

ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে এদিন বন্ধ ছিল পুরো দেশের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। ধর্মঘটে শিক্ষকদের বিভিন্ন ইউনিয়ন সমর্থন দেয়ায় বন্ধ ছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠানও।

গেল নভেম্বরে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহতের ঘটনা থেকে সার্বিয়ায় সরকারবিরোধী আন্দোলনের সূত্রপাত। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাণহানির নেপথ্যে প্রশাসনের দুর্নীতি, স্বজনপ্রীতি আর নিম্ন মানের নির্মাণকাজ।

অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুচিচের সরকার।

ইএ