ইউরোপ
বিদেশে এখন
0

ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপা, সৌদি বংশোদ্ভুত হামলাকারী আটক

জার্মানির মধ্যাঞ্চলীয় একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপা দিয়ে হামলায় তালেব আল আব্দুল মোহসেন নামক সৌদি আরব বংশোদ্ভুত হামলাকারীকে আটক করেছে পুলিশ। যদিও ইসলামের কট্টর সমালোচক ও ইসরাইলপন্থি হিসেবে পরিচিত ছিলেন ৫০ বছর বয়সী এই মনরোগ বিশেষজ্ঞ। শনিবার রাতের ভয়াবহ এ ঘটনায় কমপক্ষে ২ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এমন ভিডিও দেখে আতকে উঠবেন যে কেউ। মধ্য জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে এভাবেই মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যান এক ব্যক্তি।

ভয়াবহ এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ গেছে কয়েকজনের। চাকায় পিষ্ট হয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক। গাড়ি নিয়ে পালানোর সময় চালককে আটক করে স্থানীয় পুলিশ।

জানা গেছে, তালেব আল আব্দুল মোহসেন নামের ৫০ বছর বয়সী এই হামলাকারী পেশায় একজন মনরোগ বিশেষজ্ঞ। সৌদি আরব বংশোদ্ভুত এই ব্যক্তি জার্মানিতে আশ্রয় নেয়ার পর ২ দশক ধরে স্থায়ী নাগরিকত্ব নিয়ে দেশটিতে বাস করছিলেন।

হামলার পেছনের কারণ কী, তা এখনো জানা সম্ভব হয়নি। ২০১৯ সালে নিজেকে ইসলামের একজন কট্টর সমালোচক হিসেবে দাবি করেন তিনি। এমনকি গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তার জন্য জার্মান সরকারকে সহায়তার আহ্বানও জানিয়েছেন বেশ কয়েকবার। নিজেকে জায়নবাদের সমর্থক হিসেবেও তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। স্থানীয় প্রশাসন বলছে, একাই ক্রিসমাস মার্কেটে হামলা চালিয়েছেন তালেব।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী তামারা জিয়েসচ্যাং বলেন, ‘হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আশ্রয় গ্রহণের মাধ্যমে ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে স্থায়ী নাগরিকত্ব নিয়ে আছেন। আমরা জানতে পেরেছি, তিনি একাই হামলা চালিয়েছেন।’

হামলার ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি নিন্দা জানিয়েছেন ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ডসহ বিভিন্ন দেশের সরকার প্রধান। এ ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের পদত্যাগ দাবি করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।

এদিকে, গাড়ি চাপা দিয়ে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও বাড়ছে ক্ষোভ। সীমান্ত বন্ধের পাশাপাশি দাবি উঠছে অভিবাসন প্রক্রিয়া সংস্কারের।

এএম