জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায় নিহত ২

.
বিদেশে এখন
0

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। গুরুতর আহত অন্তত ৬৮, এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জার্মানির ম্যাগডেবার্গের ব্যস্ত একটি ক্রিসমাস মার্কেটে এ ঘটনা ঘটে।

ম্যাগডেবার্গের আঞ্চলিক প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ জানান, বড়দিন ঘিরে ওই মার্কেটে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। হঠাৎই ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় গাড়ি চাপায় শিশুসহ দুইজন নিহত হন। 

এদিকে গাড়ি চাপা দেয়ার ঘটনায় সন্দেহভাজন এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। 

তিনি ২০০৬ সালে জার্মানিতে আসেন। মর্মান্তিক এ ঘটনায় পর পরই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

শহরটি পরিদর্শনে আসার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের। জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে অবস্থিত ম্যাগডেবার্গ শহর।

ইএ