ইউরোপ
বিদেশে এখন
0

প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্জিয়ার রাজধানী তিবিলিস

ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে ২০২৮ সাল পর্যন্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তে জর্জিয়া সরকারের উপর ক্ষিপ্ত দেশটির জনগণ। প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী তিবিলিসি।

শনিবার বিক্ষিপ্ত ইইউ-পন্থী জনতা রাস্তায় নেমে আসলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। ব্যারিকেডগুলি ভেঙে দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষ তৈরি হয় পুলিশ-জনতার।

পরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চালানো হয় আটক অভিযান। এদিনে, সংসদ ভবনে একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

ধারণা করা হচ্ছে বিক্ষোভকারীদের ছোড়া আতশবাজি থেকে এর সূত্রপাত।

এএইচ