গেল বুধবার (২০ নভেম্বর) দাখিল করা হয় এই পিটিশন। যেখানে বলা হয়, কিয়ার স্টারমার নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।
এক লাখের বেশি স্বাক্ষর হওয়ায় নিয়মানুযায়ী এ বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে। গেল জুলাইয়ে ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় আসে লেবার পার্টি। কয়েক লাখ পেনশনভোগীর শীতকালীন জ্বালানি ভাতা ৩৯ হাজার কোটি ডলার কর্তন, কারাগার ভর্তি হওয়ায় বিপুল সংখ্যক কয়েদিকে মুক্তি ও নতুন বাজেটে পাঁচ হাজার কোটি ডলার বৃদ্ধির মতো বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেন নতুন প্রধানমন্ত্রী।
এতে স্টারমারের অ্যাপ্রুভাল রেটিং নেমেছে মাইনাস ৩৮ এ।