ইউরোপ
বিদেশে এখন
0

ডি ব্রুইনকে রেখেই নেশন্স লিগের দল ঘোষণা বেলজিয়ামের

আন্তর্জাতিক ফুটবল থেকে বিরতিতে থাকা কেভিন ডি ব্রুইনকে রেখেই নেশন্স লিগের দুই ম্যাচের দল ঘোষণা করেছে বেলজিয়াম। তবে অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে পাচ্ছে না তারা।

বেলজিয়াম কোচ দমেনিকো তেদেস্কো ম্যাচ দুটির জন্য (শুক্রবার,৩০ আগস্ট) ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন।

২০২৬ বিশ্বকাপে চোখ রেখে তরুণ ফুটবলারদের সুযোগ দিতে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই দলে রাখেননি বেলজিয়াম কোচ।

তেদেস্কোর কোচিংয়ে খেলতে রাজি নন রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। চেলসি থেকে নাপোলিতে যোগ দেওয়া লুকাকু নিজেই চেয়েছেন বিরতি।

বেলজিয়াম দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জুলিয়েন ডুরানভিল।

আগামী ৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে বেলজিয়াম। তিন দিন পর ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর