ইউরোপ
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের নির্বাচন: নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি

যুক্তরাজ্যে কনজারভেটিভদের ১৪ বছরের শাসনকে হটিয়ে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি। ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপ বলছে, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কেইর স্টার্মার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্তা দিয়েছেন ৬১ বছন বয়সী এই রাজনৈতিক নেতা। জরিপ অনুযায়ী, ৪১০ আসন পেয়ে বিশাল জয় ও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে লেবার পার্টি।

বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এক যুগের বেশি সময় দেশ শাসন করা রক্ষণশীলরা পেতে পারে মাত্র ১৩১টি আসন। আর লিবারেল ডেমোক্রেটিকসহ অন্যান্যরা ১০৯টি।

একক সরকার গঠনে ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ন্যূনতম ৩২৬ আসন দরকার বিজয়ী দলের। যুক্তরাজ্যে ১০০৫ ও ২০১০ সালের নির্বাচনে শতভাগ এবং ২০১৭ ও ১৯ সালে ৯৬ ভাগ সঠিক হয়েছিল বুথফেরত জরিপ।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর