ব্রেক্সিট পরবর্তী বিভিন্ন বাণিজ্য চুক্তির বিরোধিতা করে এই বিক্ষোভ করেছেন তারা। এই বিক্ষোভে ছিল অন্তত ৫০টি ট্রাক্টর। স্লোগান ছিলো, ' নো ফার্মার্স, নো ফুড, নো ফিউচার।'
লন্ডনের অনেক রাস্তা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে খাদ্য আমদানির চুক্তি বাতিলের দাবি জানানো হয়।
স্বল্পমূল্যে কৃষিপণ্য আমদানিতে স্থানীয় কৃষকরা লোকসানের মুখে পড়ায় পুরো ইউরোপেই বিক্ষোভ করেছেন কৃষকরা।