অভিবাসী ঠেকাতে নতুন উদ্যোগ ইতালির

ইতালি ও আলবেনিয়ার সরকারপ্রধান
ইতালি ও আলবেনিয়ার সরকারপ্রধান | ছবি: সংগৃহীত
0

অভিবাসীদের পাঠানো হবে আলবেনিয়ায়; দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে দুই দেশ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালিতে প্রবেশ বন্ধে বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে জর্জিয়া মেলোনি সরকার। অবৈধ পথে ইতালিতে প্রবেশ করলে পাঠিয়ে দেয়া হবে প্রতিবেশী দেশ আলবেনিয়ায়, সম্প্রতি এমন চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই দেশের সরকারপ্রধান।

অবৈধ অভিবাসীদের থাকার জন্য আলবেনিয়ায় ২টি আশ্রয়কেন্দ্র তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইতালির অতি-ডানপন্থী এই সরকার। সম্ভাবনা রয়েছে চুক্তি কার্যকর হলে কমে আসবে অভিবাসন প্রবাহ। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে অভিবাসন প্রবাহ পরিচালনার বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি করতে পেরে আনন্দিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আলবেনিয়াতে এমন কেন্দ্র স্থাপন করা হবে যেখানে তিন হাজার মানুষ থাকতে পারবে।'

বিশ্লেষকদের ধারণা দু'দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যকার এই চুক্তিতে বন্ধ হবে অবৈধ পথে বিদেশ পাড়ি। সঙ্গে বৈধ পথের শ্রমবাজারে তৈরি হবে নতুন সুযোগ।

ভূমধ্যসাগরের এই বিপজ্জনক পথকে পরিহার করা উচিত বলে মনে করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে দুজন ইতালি প্রবাসী জানান, 'ইতালিয়ান সরকারের নতুন যে চুক্তি, তাতে অবৈধভাবে সমুদ্রপথে আসা লোকজনের সংখ্যা কমে যাবে। পাশাপাশি বৈধপথ তো খোলাই আছে। বৈধপথে এলে সুযোগ-সুবিধাসহ কর্মসংস্থানও সহজ হবে। প্রতিবছর ইতালি সরকার বিভিন্ন স্পন্সর এবং কাজের মাধ্যমে এখানে আসার ব্যবস্থা করে থাকেন। সুতরাং যারাই আসতে চান ইতালিতে, তারা যেন এই পন্থাগুলো অবলম্বন করেন।'

অপ্রাপ্তবয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও দুর্বলদের বাদ দিয়ে আলবেনিয়ার ২টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হবে শুধু সমুদ্র থেকে উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের। আগামী বছর বসন্তের আগে চুক্তি বাস্তবায়নে আশাবাদী ইতালির প্রধানমন্ত্রী।

এসএস