ভেনেজুয়েলায় দুর্ধর্ষ অভিযানের পর এবার কলম্বিয়া, কিউবা এবং মেক্সিকোর দিকে নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরইমধ্যে ভেনেজুয়েলার মতোই কলম্বিয়ার বিরুদ্ধেও কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ তুলে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে ইঙ্গিত করে হুমকিও দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও একই ধরনের অভিযান পরিচালনার পক্ষে যুক্তি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কলম্বিয়াও এখন খুব নাজুক অবস্থায় আছে। একজন বিকারগ্রস্ত মানুষ দেশ চালাচ্ছেন। যিনি কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। তবে তিনি খুব বেশিদিন আর এ কাজ চালিয়ে যেতে পারবেন না।’
আরও পড়ুন:
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কিউবার বর্তমান সরকারও খুব শিগগিরই পতনের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালাবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রস্তাবটি মন্দ নয়- তবে দেশটি এমনিতেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কিউবা নিজেই এখন পতনের জন্য তৈরি। দেখে মনে হচ্ছে যেকোনো সময় তাদের পতন হবে। আমি জানি না তারা আর কতদিন টিকে থাকতে পারবে। কারণ কিউবার এখন কোনো আয় নেই। তাদের আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার তেল।’
রোববার এয়ার ফোর্স ওয়ান দাঁড়িয়ে মেক্সিকোকে নিয়েও একই রকম সমালোচনা করেছেন ট্রাম্প। মেক্সিকোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতে হবে বলে তাগিদ অনুভব করছেন বলে জানিয়েছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।





