আব্বাস আরাগচি ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে জানান, দেশটির সশস্ত্র বাহিনী ওয়াশিংটনের যেকোনো আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
এর আগে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানজুড়ে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে সাতজন প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
গতকাল (শুক্রবার, ২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ট্রাম্প বলেন, ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে, তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও হুমকি দেন তিনি।
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গেল ২৯ ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকান মালিকরা। যা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে।





