মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে রাওয়ালপিন্ডির ফ্যাক্টরি নাকায় অবস্থান ধর্মঘটে অংশ নেন ইমরান খানের তিন বোন আলিমা, নওরীন ও উজমা খান। এসময় তারা আদিয়ালা কারাগারের দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ।
আরও পড়ুন:
ছয় ঘণ্টার অবস্থান ধর্মঘট শেষ হওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পিটিআইয়ের অবস্থান কর্মসূচির স্থলে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। এসময় আদিয়ালা রোডে বিশাল মিছিল করেন পিটিআই নেতাকর্মীরা।
এদিকে পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল জানিয়েছেন আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দী ইমরান খানের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে না।




