২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে হংকংয়ের অ্যাপার্টমেন্টের আগুন; নিহত বেড়ে ৭৫

হংকংয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আগুন
হংকংয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আগুন | ছবি: সংগৃহীত
1

প্রায় ২৮ ঘণ্টা চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে হংকংয়ের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আগুন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ প্রায় ৩০০ জন।

ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সের সামনে নিখোঁজদের সন্ধানে ভিড় করছে স্বজনরা। ধোঁয়ার কারণে কমপ্লেক্সের ওপরের তলাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছে হংকং পুলিশ। জানা গেছে, মৃতদের মধ্যে দুইজন ইন্দোনেশিয়ান অভিবাসী শ্রমিক।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নির্মাণ কোম্পানির তিন নির্বাহীকে গ্রেপ্তার করা হয়েছে। কমপ্লেক্সটিতে বাঁশ ও পলিস্টাইরিন ফোমসহ অন্যান্য দাহ্য পদার্থে উপস্থিতি থাকায় অবহেলার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

এসএস