৫ ধাপ পিছিয়ে ভারতীয় পাসপোর্ট এখন ৮৫ নম্বরে

ভারতীয় পাসপোর্ট
ভারতীয় পাসপোর্ট | ছবি: সংগৃহীত
0

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কেবল নিচেই নামছে ভারতীয় পাসপোর্ট। গত বছরের চেয়ে পাঁচ ধাপ নিচে নেমে এখন ৮৫তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট র‍্যাঙ্কিং।

অথচ রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলোও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। এ দেশগুলোর অবস্থান যথাক্রমে ৭৮তম, ৭৪তম ও ৭২তম। ১৯৯ দেশের পাসপোর্ট র‍্যাঙ্কিং নিয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট পরিসংখ্যানে ওঠে এসেছে এ তথ্য।

পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন, তার ওপর ভিত্তি করে এ র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:

পরিসংখ্যান তথ্য বলছে, ৫৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান ভারতীয় পাসপোর্টধারীরা। আর ভিসা ছাড়া ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারায় সূচকে এবছরও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ানরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৯০ দেশ এবং তৃতীয় স্থানে থাকা জাপানের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন ১৮৯ দেশ।

এসএস