রাজস্থানে চলন্ত বাসে আগুন, পুড়ে মৃত্যু ২০ জনের

আগুনে পুড়ে যাওয়া বাস
আগুনে পুড়ে যাওয়া বাস | ছবি: সংগৃহীত
0

ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে মারা গেছে অন্তত ২০ জন। ৫৭ যাত্রী নিয়ে বাসটি যোধপুর থেকে জয়সলমিরের দিকে রওনা হয়েছিল। মাত্র ৫দিন আগেই কেনা হয়েছিল বাসটি।

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জয়সলমির-যোধপুর মহাসড়কে আসার পরই বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। চালক তৎক্ষণাৎ রাস্তার পাশে বাসটি থামালে মুহূর্তেই এতে আগুন ধরে যায়। পুলিশ ও দমকল কর্মীর সঙ্গে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। তবে এর আগেই পুড়ে যায় বাসটি।

চার নারী ও দুই শিশুসহ ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছে। তাদের কয়েকজনের শরীরের ৭০ শতাংশই পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুনের সূত্রপাত।

এ ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এএইচ