ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে মারা গেছে অন্তত ২০ জন। ৫৭ যাত্রী নিয়ে বাসটি যোধপুর থেকে জয়সলমিরের দিকে রওনা হয়েছিল। মাত্র ৫দিন আগেই কেনা হয়েছিল বাসটি।