এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: পাইলটদের দায়ী করাকে দুঃখজনক মন্তব্য সুপ্রিম কোর্টের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটদের দায়ী করা দুঃখজনক বলে মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) মামলার শুনানিতে এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ঘটনায় আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, ‘পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন।’

আরও পড়ুন:

এছাড়া, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছেন বিচারক।

উল্লেখ্য, দুর্ঘটনার এক মাস পর গেল জুলাইয়ে একটি রিপোর্ট প্রকাশ করে তদন্ত কমিটি। এতে দুইজন পাইলটের মধ্যে ফুইল সুইচ বন্ধের কথোপকথন ছিল। এর ভিত্তিতে দুর্ঘটনার জন্য পাইলটকে দায়ী করেন অনেকে। এর বিরুদ্ধে আদালতে রিট করে অ্যাভিয়েশন সেফটি নামে একটি সংগঠন।

ইএ