পাকিস্তানে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪

পাকিস্তানে ধসে যাওয়া ভবন
পাকিস্তানে ধসে যাওয়া ভবন | ছবি: এএফপি
0

পাকিস্তানের করাচিতে পাঁচতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। কমপক্ষে ২৫ থেকে ৩০ জনের চাপা পড়ার শঙ্কা কর্তৃপক্ষের। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ।

ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়ার সময় ভবনে ছয়টি পরিবারের অবস্থানের কথা জানা গেছে।

করাচির মেয়রের দাবি, ১৯৭৪ সালে নির্মিত ভবনটিকে কিছুদিন আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। শহরটিতে এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা চার শতাধিক।

অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন সিন্ধু প্রদেশের স্থানীয় সরকার মন্ত্রী।

এসএস