ভারত-পাকিস্তান উত্তেজনা: নতুন করে আরও ১৩ জন নিহত

পাকিস্তান ও ভারতের পতাকা
পাকিস্তান ও ভারতের পতাকা | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের লাহোরে ভারতীয় গোয়েন্দাদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের পর টানা দ্বিতীয় দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দেশের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও চারশিশুসহ নতুন করে আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দুপক্ষের উত্তেজনা বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আজ (বৃহস্পতিবার, ৮ মে) সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ভারতের আকাশ, সমুদ্র ও স্থল সীমান্তে।

পেহেলগাম হত্যাকাণ্ডের পর টানা দুই সপ্তাহ ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে গোলাগুলি। এদিকে, ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পাল্টা হামলার শঙ্কায় ভারতের সীমান্ত, আকাশ ও সমুদ্রপথে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জম্মু-কাশ্মীর উপত্যকার ১০ জেলায় কন্ট্রোল রুম স্থাপন করেছে ভারত সরকার।

অপারেশন সিন্দুরের পর বুধবার মধ্যরাতে ভারতের জম্মু-কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি ও আখনুরে গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনারা। এতে নতুন করে এক দিনে এক ভারতীয় সেনা ও চার শিশুসহ বেশ কয়েকজন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জবাবে ভারতও পাল্টা গুলি ছোড়ে। এর আগে লাহোরে আকাশ থেকে ভারতীয় গোয়েন্দাদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্কুল, মাদ্রাসা ও মসজিদ। বাসিন্দাদের অভিযোগ, সন্ত্রাসীদের নামে ভারত হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনায়, যা তাদের মিথ্যাচার।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালানোর বিষয়ে ভারত মিথ্যাচার করেছে। ৩৫ বছর আগে নির্মিত এই মসজিদে প্রায় ৩৫০ জন একসঙ্গে নামাজ আদায় করেন। এখানে কোনো অবৈধ কাজ হয়নি।’

অন্য একজন বলেন, ‘মধ্যরাতে হুট করেই এই স্কুলে হামলা হয়। শিশুরাও এখন আতঙ্কে আছে। স্কুলের আসবাবপত্র সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এমন অবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানালেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দুই দেশের চলমান উত্তেজনা বন্ধের আহ্বানও জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘এটি খুব ভয়াবহ পরিস্থিতি। দুই দেশের পাশেই আছে যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তান উভয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক। তারা নিজেরাই সমাধানে আসুক এটিই আমার চাওয়া। তাদের মধ্যে চলমান উত্তেজনা থামাতে যেকোনো ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। আমাদের চাওয়া চলমান সংঘাত বন্ধ করা।’

ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমিয়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়ে জোর দেন তিনি।

অপারেশন সিন্দুরের একদিন পরই ভারত সফরে আসলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে তেহরান।

পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে রাজধানী ইসলামাবাদে সমাবেশ করেছে শত শত মানুষ। ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর দাবি জানান তারা। অন্যদিকে, ভারতের বেশ কয়েকটি রাজ্যে বের করা হয় আনন্দ মিছিল। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশির উত্তেজনায় সীমান্তে বন্ধ রয়েছে রিট্রিট সিরিমনি।

দুই দেশের এই সংঘাত আরও বড় হওয়ার শঙ্কায় আছেন লন্ডনে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানিরা। এ ঘটনায় তারা হতাশ।

লন্ডনে বসবাসরত ভারতীয়দের মধ্যে একজন বলেন, ‘জম্মু-কাশ্মীরে ঘটনায় স্পষ্টতই পাকিস্তানি সন্ত্রাসীরা ঘটিয়েছে। ভারত তার জবাব দিয়েছে। তবে এখন যেন পূর্ণ সংঘাতে না জড়ায় কেউ।’

লন্ডনে বসবাসরত পাকিস্তানিদের মধ্যে একজন বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের একটি বড় অংশে এখন যুদ্ধ চলছে। এমন সংকট মুহূর্তে ভারত যুদ্ধ শুরু করলো। তারা আসলে কী চায়?’

এদিকে যুদ্ধ পরিস্থিতিতে আত্মরক্ষায় বেসামরিক নাগরিকদের জন্য ভারতজুড়ে চলছে মক ড্রিল। যেখানে সাধারণ মানুষকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেয়া হচ্ছে নানা প্রশিক্ষণ। এরই অংশ হিসেবে ভারতের অমৃতসরে বুধবার রাতে ব্ল্যাকআউট করে বাসিন্দাদের বাসায় থাকার নির্দেশ দেয়া হয়।

এসএস