মিয়ানমারের ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ৩৩ জনকে জীবিত উদ্ধার

এশিয়া
বিদেশে এখন
0

প্রলয়ংকরী ভূমিকম্পে মিয়ানমারের ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে দমকল বিভাগ। এরমধ্যে দক্ষিণ সাগাইংয়ে স্কুলের ধ্বংসস্তূপ থেকে নতুন করে উদ্ধার করা হয়েছে আরও চারজনকে। জান্তা সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭শ' ছাড়িয়েছে। এদিকে শুক্রবারের ভূমিকম্পের জেরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নতুন করে কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে।

মিয়ানমারের ঘনবসতিপূর্ণ শহর মান্দালয়ের এই আবাসিক ভবনের নিচে ৬৫ ঘণ্টা আটকা পড়ে ছিলেন ২৯ বছর বয়সী এক নারী। দুঃসাহসিক অভিযানের পর সোমবার সকালে ঐ নারীকে জীবিত উদ্ধার করেছে চীন থেকে আসা উদ্ধার কর্মীদের একটি বিশেষ দল।

মিয়ানমারের জান্তা সরকার যখন উদ্ধার অভিযানের নেতৃত্ব দিতে হিমশিম খাচ্ছে তখন, মানুষের মধ্যে আশার আলো জিইয়ে রেখেছে চীনের এই দলটি। ২৯ বছরের ঐ নারী, এক শিশুকে উদ্ধারের পর মান্দালয়ের মৃত্যুকূপ থেকে গর্ভবতী আরও এক নারীকে ফিরিয়ে এনেছে চীনা উদ্ধারকর্মীরা।

উদ্ধারকর্মীদের মধ্যে একজন বলেন, 'এই মুহূর্তে আছি মান্দালয়ের স্কাই ভিলা ভবনের সামনে। এখনও পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনা দল ও উদ্ধারকর্মীদের পাশাপাশি রাম রেসকিউ ইউনিয়নের সদস্যরাও যোগ দিয়েছেন অভিযানে।'

তবে যে বিপুল সংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পরে আছেন- সে তুলনায় উদ্ধার তৎপরতা চোখে পড়ছে না বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ দুর্যোগকালীন সময়ে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আর বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ভূমিকম্পে হতাহতদের খাদ্য ও আশ্রয় সংকট মোকাবিলা করাই এই মুহূর্তে জান্তা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যা মোকাবিলায় খরচ হবে কমপক্ষে ৮০ লাখ ডলার।

জান্তা সরকার বলছে, শুক্রবারের ভূমিকম্পে আহতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। সেনাবাহিনীর হিসাবে এখনও নিখোঁজ ৪ শতাধিক বাসিন্দা।

এদিকে শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডের ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন ভবনে এখনও আটকা পড়ে আছেন প্রায় ৮০ জন শ্রমিক। সোমবার সকাল পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। ভূমিকম্পের ৭২ ঘণ্টা পরেও পরিবারের সদস্য উদ্ধার না হওয়ায় হতাশায় পড়ে গেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এদিকে সোমবার সকালে নতুন আতঙ্গে পড়েছেন ব্যাংককবাসী। ভূমিকম্পের প্রভাবে রাজধানী ব্যাংককের বেশ কয়েকটি ভবনে নতুন করে ফাটল দেখা যাওয়ায় কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এসএস