বেঙ্গালুরুতে মন্দিরের রথ ধসে নিহত ২

এশিয়া
বিদেশে এখন
0

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর একটি মন্দিরের ১০০ ফুট লম্বা রথ ধসে অন্তত দু'জন নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তীব্র বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাসে রথ ভেঙে পড়েছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশও বলছে, দুটি রথ মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া সময় পড়ে যায়, যার ফলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এতেই প্রাণহানির ঘটনা ঘটে। তবে রথ টানতে থাকা এবং দড়ি ধরে রাখা শত শত ভক্ত অল্পের জন্য রক্ষাও পেয়েছেন।

ইএ