এছাড়া, হুতি নিয়ন্ত্রিত নিউজ এজেন্সি সাবাড় তথ্য বলছে, বিমানবন্দরের হামলার পর হোদেইদা প্রদেশের আস-সালিফ বন্দরেও হামলা করেছে মার্কিন সেনারা।
সেন্টকমের পোস্টে আরও দাবি করা হয়, লোহিত সাগর উপকূলের ঐ বিমানবন্দরটিতে আবারও যে কোনো সময় হামলা হতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধবিমান।
এর আগে, শুক্রবার (২১ মার্চ) ইসরাইলে কয়েক দফায় মিসাইল হামলা করে ইয়েমেনি হুতিরা। হুঁশিয়ারি দেয়া হয়, গাজায় ইসরাইলি নৃশংসতা বন্ধ না হলে ফিলিস্তিনিদের হয়ে প্রতিশোধ নেবে হুতি বিদ্রোহীরা।