বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির কমপক্ষে ৩০ সদস্য। বিএলএ'র সদস্যরা সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় জিম্মিদের পাশে বসে থাকায় ধীর গতিতে চালানো হচ্ছে উদ্ধার অভিযান।
৪৮ ঘণ্টার মধ্যে বেলুচিস্তানের সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়া না হলে জিম্মিদের হত্যার হুমকি দিয়ে বিবৃতি দিয়েছে সশস্ত্র সংগঠনটি।
পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরির দাবি, হাইজ্যাক করার সময় ট্রেনে প্রবেশ করেন ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসী। গতকাল (মঙ্গলবার , ১১ মার্চ) কোয়েটা থেকে পেশোয়ার যাবার পথে ছিনতাই হয় যাত্রীবাহী ট্রেনটি।
স্থানীয় সংবাদমাধ্যম জিও ও ডনের সবশেষ প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের বোলান জেলায় ছিনতাইয়ের শিকার জাফর এক্সপ্রেসের নয়টি বগিতে ৪০০ থেকে ৫০০ আরোহী ছিল।