ভারতের মনিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর কায়েম হলো রাষ্ট্রপতির শাসন। মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে রাজ্য বিজেপি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, মনিপুরের গভর্নর অজয় ভাল্লার কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।