স্থানীয় সংবাদমাধ্যমের খবর, পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেট ও নিম্ন কক্ষ জাতীয় পরিষদের সদস্যদের মাসে জনপ্রতি বেতন বাড়িয়ে করা হচ্ছে পাঁচ লাখ ১৯ হাজার রুপি।
শুরুতে ১০ লাখ রুপি বেতন নির্ধারণের প্রস্তাব দেয়া হলেও তা খারিজ করেন স্পিকার। পরে সংশোধিত প্রস্তাব পাশ করে পার্লামেন্টের অর্থ বিষয়ক কমিটি।
শেষবার আইন প্রণেতাদের বেতন ১৫ হাজার রুপি করে বেড়েছিল সাত বছর আগে। এছাড়া এবার প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের বেতন সোয়া এক লাখ থেকে বাড়িয়ে সাড়ে নয় লাখ এবং স্পিকারের বেতন এক লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে আট লাখ রুপি করছে পাকিস্তান।