সিরিয়ায় ৩০ টনেরও বেশি মাদক জব্দ

0

ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের নিয়ন্ত্রণে থাকা সিরীয় সেনাবাহিনীর মালিকানাধীন একটি কারখানা থেকে ৩০ টনেরও বেশি মাদক জব্দ করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন প্রতিরক্ষা বিভাগ জানায়, ঐ কারখানায় ক্রিস্টাল মেথ ছাড়াও মারাত্মক কিছু মাদকদ্রব্যের কাঁচামাল মজুদ করে রেখেছিল আসাদ বাহিনীর ফোর্থ ডিভিশনের সদস্যরা। রয়টার্স বলছে, এই ফোর্থ ডিভিশনের এই কারখানাটির মূলত বাশার আল আসাদের ভাই মাহের আল- আসাদ নিয়ন্ত্রণ করতো।

সিরীয় নার্কোটিকস বিভাগ আরও বলছে, পুড়িয়ে ফেলা মাদকের মধ্যে ক্যাপটাগন নামের একটি ভয়ংকর মাদক ছিল। জর্ডানের রুট ব্যবহার করে এই মাদকটি পার্শ্ববর্তী দেশে পাচার করতো তৎকালীন সিরীয় সেনাবাহিনী।

ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের ছত্রছায়ায় বিগত কয়েক বছর ধরেই এই মাদক চোরাচালানের সাথে যুক্ত ছিল সাবেক সেনাসদস্যরা।

এএইচ