এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারে সাধারণ ক্ষমায় মুক্তি পাচ্ছে বিদেশিসহ ৫ হাজার ৮৬৮ বন্দি

১৮০ জন বিদেশিসহ ৫ হাজার ৮৬৮ জন বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার ৭৭ বছর পূর্তিতে এই ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। তবে দেশের নাগরিক কিংবা বিদেশি বন্দিরা ঠিক কোন অপরাধে অভিযুক্ত বা কারাবন্দী সেই বিষয়ে বিস্তারিত জানায়নি জান্তা সরকার। 

তবে ২০২১ সালে সালে সামরিক শাসন জারির পর গ্রেপ্তার হওয়া নেত্রী অং সান সু চি'কে মুক্তি দেয়ার কোন পূর্বাভাস পাওয়া যায়নি। 

রাজনৈতিক নানা অভিযোগে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। গেল বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার।

ইএ