গেলো মে মাসেই বোমা হামলা হুমকি পায় ভারতের রাজধানী দিল্লি ও সংলগ্ন নয়ডার অর্ধশতাধিক স্কুল। ই-মেইলের মাধ্যমে দেয়া সেসব হুমকি অবশ্য পরবর্তীতে ফাঁপা বুলিই প্রমাণ হয়। কিন্তু পাঁচ মাসের বিরতিতে ফের শতাধিক স্কুলে ঘটনার পুনরাবৃত্তিতে বাড়ছে আতঙ্ক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোর ৬টায় একযোগে একটি ই-মেইল পাঠানো হয় ডিপিএস আরকে পুরামসহ দিল্লির বেশ কয়েকটি স্কুলে।
পুলিশ জানিয়েছে, চিলড্রেন অব আল্লাহ অ্যাট আউটলুক ডটকম অ্যাড্রেস থেকে ব্যারি আল্লাহ নামে পাঠানো হয় মেইলগুলো। হুমকির ভিত্তিতে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও কোথাও কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু বা সন্দেহজনক কিছুই মেলেনি।
দু'দিন আগে বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) একইভাবে দিল্লির আরও ৩০টি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয় বলে শুক্রবার নিশ্চিত করে পুলিশ। তার আগে গত ৮ ডিসেম্বর ৩০ হাজার ডলার না দিলে বোমা হামলা চালানো হবে বলে হুমকি মেইল পায় দিল্লির আরও ৪৪টি স্কুল।
হুমকির খবরে স্কুল খালি করে বম্ব ডিসপোজাল স্কোয়াড বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ভুয়া হুমকির খবর নিশ্চিত করে। যদিও বারবার একই ঘটনায় আতঙ্ক বাড়ছে স্কুলের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
একজন অভিভাবক বলেন, ‘স্কুলে বোমা রয়েছে বলে খবর পেয়ে সন্তানকে নিতে ছুটে আসি। খবর সত্য না মিথ্যা, তা জানি না। কিন্তু ঝুঁকি তো নিতে পারবো না। স্কুল কর্তৃপক্ষ খুব ভালোভাবে পরিস্থিতি সামলেছে। স্কুলের ভেতরে বম্ব স্কোয়াড আর পুলিশ তল্লাশি চালাচ্ছে। দেখা যায় তারা কী খুঁজে পায়।’
স্কুলের একজন শিক্ষক বলেন, ‘১৩ ও ১৪ তারিখ হামলা হবে বলে হুমকি দিয়ে মেইল করা হয়েছিল। সেজন্য পুলিশের সহযোগিতায় যা যা পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেয়া দরকার, সবই আমরা নিয়েছি।’
প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বলা হচ্ছে, ডার্ক ওয়েব গ্রুপ থেকে হুমকি দিয়ে মেইল করা হচ্ছে স্কুলগুলোতে। ভুয়া হুমকি দেয়া ই-মেইলগুলোর উৎস দেশের বাইরে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এর আগে শুক্রবার ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের পুলিশ জানায় দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি নিয়ে চলমান তদন্তের কথা। ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেসে হুমকি বার্তাটি পাঠানো হয় রাশিয়া থেকে।
চলতি বছর বোমা হামলার হুমকি পেয়েছে ভারতের কয়েক হাজার স্কুল, রেলস্টেশন, বিমানবন্দর আর বিমান সংস্থার কার্যালয়ে। শুধু গেলো নভেম্বর থেকে চলতি মাসে প্রথমার্ধ পর্যন্ত মাত্র দেড় মাসে প্রায় এক হাজার হুমকি মেইল পেয়েছে বিমান সংস্থা আর বিমানবন্দর কর্তৃপক্ষ, যা ২০২৩ সালে পুরো বছরের তুলনায় ১০ গুণ বেশি।