টানা তৃতীয়বার বোমা হামলার হুমকি, আতঙ্কে দিল্লির ৪৪টি স্কুল
ভারতে এক সপ্তাহের মধ্যে টানা তৃতীয়বার বোমা হামলার হুমকি পেলো রাজধানী দিল্লির আরও কিছু স্কুল। সবশেষ আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) বোমা হামলার হুমকি দেয়া হয় ই-মেইলের মাধ্যমে। গতকাল (শুক্রবার, ১৩ ডিসেম্বর) হুমকির ই-মেইল পায় ভারতের কেন্দ্রীয় ব্যাংকও। দু'দিন আগেও একইভাবে আরও ৩০টি বেসরকারি স্কুল এবং তার আগে গত ৮ ডিসেম্বর ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি পায়। নভেম্বর থেকে ভারতের বিভিন্ন বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ উড়ো হুমকি পেয়েছে এক হাজারের বেশি।