আবারো আন্দোলনে ভারতের কৃষকরা, সতর্ক অবস্থানে সরকার

এশিয়া
বিদেশে এখন
0

ভারতে আবারও আন্দোলনে নামছেন কৃষকরা। পাঁচ দফা দাবিতে সোমবার রাজধানী দিল্লিতে পার্লামেন্টের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন তারা। এ কারণে উচ্চ সতর্ক অবস্থানে দিল্লি সরকার।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার দিকে কৃষকদের যাত্রা শুরু হলেও আগেই দিল্লি সংলগ্ন সকল এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন।

সীমান্ত বন্ধ করা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানোসহ নেয়া হয়েছে নানা ব্যবস্থা। আগ্রা-আলিগড়সহ ২০ জেলার কৃষকরা পায়ে হেঁটে এবং ট্রাক্টর নিয়ে যোগ দেবেন আন্দোলনে।

নতুন কৃষি আইনের অধীনে আর্থিক সুবিধা ও ক্ষতিপূরণের দাবিতে সরকারকে চাপ দিতে এ বিক্ষোভ বলে রোববার জানান ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খালিফা।

এএইচ