এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর।

দেশটিতে বসবাসরত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী যে অপরাধ ও নির্যাতন করা হয়েছে- সেখানে জান্তা প্রধানের সম্পৃক্ততা ছিল- এমন অভিযোগ এনে আজ (বুধবার, ২৭ নভেম্বর) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদন করেন আইসিসির চিফ প্রসিকিউটর কারিম খান।

আবেদনে, রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিন বিচারপতির প্যানেল। তবে চূড়ান্ত রায় আসতে কতদিন সময় লাগবে এ নিয়ে কোনো বিবৃতি না এলেও, সাধারণত এ ধরনের পরোয়ানা জারি করতে ৩ মাসের মতো সময় লাগে। যদিও এ বিষয়ে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি

এএম