পুলিশ জানায় হামলার সময় বিশেষ ঐ অঞ্চলটিতে প্রাদেশিক আইন মন্ত্রী, পুলিশের আইজি, প্রধান সচিবসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এদিন সশস্ত্র সংগঠনের সদস্যরা প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, আবাসিক ভবনে প্রবেশ করে লুটপাট চালায় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের সূত্র বলছে, শুক্রবার মধ্যরাতে কুররাম অঞ্চলে বাগান বাজার ও এর আশেপাশের গ্রামে হামলা ও লুটপাট চালায় সশস্ত্র সংগঠনের সদস্যরা। এর এক পর্যায়ে দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এতে অন্তত ৩০ জন দুষ্কৃতকারীদের আহত হয়েছে বলে জানায় স্থানীয়রা। শনিবার সন্ধ্যায়ও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় অব্যাহত ছিল