এশিয়া
বিদেশে এখন
0

এখনো জমে ওঠেনি বাজার কলকাতার শীতবস্ত্রের বাজার

কলকাতায় এবার শীতের বাজার অনেকটাই ফাঁকা। অন্যান্য সময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকলেও এ বছর তাও নেই। ক্রেতা না পেয়ে অনেকটা বিপাকে শীতবস্ত্রের ব্যবসায়ীরা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় এখনো জমে উঠেনি শীতের বাজার। কলকাতার নিউমার্কেট, ধর্মতলা, ওয়েলিংটন স্কয়ারে গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে মাফলার, জ্যাকেট, টুপি, চাদর, কম্বলসহ শীতের নানা পোশাক।

শীতের বাজার ঘিরে এবার ধর্মতলা ও নিউমার্কেটে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন ব্যবসায়ীরা- এমনকি নেপাল ও ভুটানের ব্যবসায়ীরাও এখানে এসেছেন ভালো বেচা বিক্রির আশায়। মূলত শীত মৌসুমে ব্যবসার উদ্দেশে তারা ২ মাসের জন্য কলকাতায় আসেন। আশানুরূপ ক্রেতা না পেয়ে অনেক ব্যবসায়ী হতাশ।

নানা ডিজাইনের বাহারি সব শীতের কাপড় নিয়ে দোকান সাজালেও ক্রেতার তেমন দেখা নেই। কলকাতায় ঘুরতে এসে কেনাকাটা করছেন অল্প সংখ্যক পর্যটক।

মূলত শীত মৌসুমে পর্যটকদের ওপর ভরসা করে থাকেন ব্যবসায়ীরা। তাদের আশা শীত বাড়লে ক্রেতার সংখ্যাও বাড়বে।

এএম