স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় বেলুচিস্তানের প্রধান শহর কোয়েটার রেলস্টেশনে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু তছনছ হয়ে যায়। রেলস্টেশন রূপ নেয় ধ্বংসস্তূপে।
ভয়াবহ এই বোমা বিস্ফোরণে হতাহতের শিকার হয়েছেন বহু যাত্রী। এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করছে কোয়েটার পুলিশ। কোনো গোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, জাফর এক্সপ্রেস ট্রেনটি পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেয়ার সময়ই রেলওয়ে স্টেশনের ভেতরে বিস্ফোরণ ঘটে। ওই সময় অনেক যাত্রীর ভিড় থাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি প্রাণঘাতী ঘটনার তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া এই প্রদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি। এমনকি প্রাণঘাতী ঘটনার নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, যে-সব সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তারা মানবতার শত্রু।
২০২৩ সালে, পাকিস্তানে ৭৮৯টি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ১৫শ'র বেশি মানুষ প্রাণ যায়। আহত হন ১৪শ'র বেশি মানুষ। যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।