এশিয়া
বিদেশে এখন
0

খারাপ আবহাওয়া আর আরজি কর কাণ্ডে কলকাতার দুর্গোৎসবে ভাটা

কলকাতা

ভারতে বন্যার প্রাদুর্ভাব কাটাতে না কাটাতেই শারদীয় দুর্গাপূজার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির আশঙ্কা করছে সংস্থাটি। এরমধ্যে পূর্ব ভারতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন খবরে কপালে চিন্তার ভাজ উৎসবের সাথে সংশ্লিষ্ট ছোটবড় ব্যবসায়ী ও আয়োজকদের।

একদিকে বন্যা আরেকদিকে আর জি কর কাণ্ড- উৎসবের চিরচেনা সাজ নিয়ে ফিরতে পারছেন না কলকাতাবাসী। ভাটা পড়েছে দুর্গাপূজার কেনাকাটা-আয়োজন ও উন্মাদনায়ও। এরমধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, অক্টোবরের প্রথম দুই সপ্তাহে ভারি বৃষ্টির কবলে পড়তে পারে পশ্চিমবঙ্গসহ পূর্বভারতের বেশকিছু অঞ্চল। আবহাওয়া অফিস আরও জানাচ্ছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে বিদায় নেবে বর্ষা, কমে আসবে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, চলতি বছর অক্টোবরের প্রথম দুই সপ্তাহ অব্যাহত থাকবে বর্ষার প্রাদুর্ভাব। আগামী ৯ অক্টোবর দেবীবোধন ও ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসবটি। আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় পুরো উৎসবজুড়েই চলবে বৃষ্টির তাণ্ডব। আর এতেই চিন্তার ভাঁজ ছোটবড় ব্যবসায়ী ও আয়োজকদের কপালে।

আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, '৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভবনা। দুর্গাপূজার সপ্তাহে পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে।'

যদিও আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে উত্তর, পশ্চিম ও পূর্ববঙ্গে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আবারও বৃষ্টিপাত বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে ২ অক্টোবর মহালয়া থেকে ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় বিষণ্ণ হয়ে উঠছে উৎসব প্রিয় বাঙালির মন।

পূজার ৫ দিনের জন্য সারাবছর ধরে অপেক্ষার প্রহর গুণেন বাঙালি। দুর্গাপূজার সাজপোশাক, খাওয়া-দাওয়া, প্যান্ডেলে ঘোরাঘুরি- সব কিছুই এখন নির্ভর করছে আবহাওয়ার ওপর। তাই, ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগ নয়, আলোয় উদ্ভাসিত হোক পূজার দিনগুলো- এমনটাই প্রত্যাশা পশ্চিমবঙ্গবাসীর।

এই সম্পর্কিত অন্যান্য খবর