অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এগিয়ে যাচ্ছে সাইক্লোন আলফ্রেড

বিদেশে এখন
0

অত্যন্ত দুর্বল হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এগিয়ে যাচ্ছে সাইক্লোন আলফ্রেড। ঝড়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ রয়েছে দেশটির তৃতীয় জনবহুল শহর ব্রিসবেনের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। বাতিল করা হয়েছে সকল ফ্লাইট।

স্থানীয় সময় শনিবার সকালে উপকূলে আঘাত হানতে পারে মৌসুমের বিরল ঝড়টি। প্রাথমিকভাবে আজ (শুক্রবার, ৭ মার্চ) আঘাত হানার কথা থাকলেও নাটকীয় মাত্রায় শক্তি হারিয়েছে সাইক্লোনটি।

ধারণা করা হচ্ছে, ডাঙায় পৌঁছাতে পৌঁছাতে আরো দুর্বল হয়ে নেমে আসবে ক্যাটাগরি দুই বা একে। তবে সাইক্লোনের প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি, বইছে বিধ্বংসী বাতাস।

কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখ লাখ বাড়িঘর। ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় ১শ' থেকে দেড়শ' মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরের দু'দিনে আরও বাড়বে বলে রয়েছে আভাস। শঙ্কা বাড়ছে বন্যার।

প্রবল বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে দুই প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন।

ইএ