এশিয়া
বিদেশে এখন
0

জম্মু-কাশ্মীরে নির্বাচনে ভোট পড়েছে ৫৬ শতাংশের বেশি

ভারতের জম্মু-কাশ্মীরে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে ৫৬ শতাংশের বেশি। ২৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৩৯ জন প্রার্থী।

রইসি ও পুঞ্চ জেলায় রেকর্ড ৭২ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে শ্রীনগরে মাত্র ২৭ শতাংশ। দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ছিল ২৫ লাখে ওপর।

ব্যাপক ভোটার উপস্থিতিকে জম্মু-কাশ্মীরে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছে নির্বাচন কমিশন। প্রায় এক দশক পর ভূস্বর্গ হিসেবে পরিচিত এই উপত্যকায় ভোট হচ্ছে। ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলে রাজ্যের বিশেষ মর্যাদা হারানোর পর প্রথমবারের মতো বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে প্রথম দফায় ভোট পড়েছিল ৬১ শতাংশ। আগামী ১ অক্টোবর তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর