এশিয়া
বিদেশে এখন
0

টাইফুন ইয়াগিতে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ২৩৩, নিখোঁজ শতাধিক

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ২৩৩। এখনো শতাধিক মানুষের সন্ধান পাওয়া যায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাও কাই প্রদেশ।

টাইফুনের পর ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ভেঙ্গে গেছে অসংখ্য রাস্তাঘাট। তাই দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

নিখোঁজ শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিন চিন। গেল শনিবার ১৪৯ কিলোমিটার গতিবেগে উপকূলে আঘাত হানার পর লণ্ডভণ্ড ভিয়েতনাম।

ভূমিধস ও আকস্মিক বন্যায় নষ্ট হয়েছে ২ লাখ হেক্টরের বেশি ফসলি জমি।

এএইচ