এশিয়া
বিদেশে এখন
0

টাইফুন ইয়াগিতে লণ্ডভণ্ড ভিয়েতনাম

টাইফুন ইয়াগির আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক নিদর্শন। বছরের শেষার্ধ্বে ৯২ লাখ পর্যটক ভ্রমণের লক্ষ্যমাত্রা থাকলেও সে আশায় এখন গুঁড়েবালি।

টাইফুন ইয়াগির আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক নিদর্শন। বছরের শেষার্ধ্বে ৯২ লাখ পর্যটক ভ্রমণের লক্ষ্যমাত্রা থাকলেও সে আশায় এখন গুঁড়েবালি।

৩ লাখ ৩১ হাজার বর্গকিলোমিটারের দেশ ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগরের পাশে অবস্থিত দেশটির সীমানা রয়েছে ৩টি দেশের সঙ্গে। ২ হাজার ৩৬০টি নদীবেষ্টিত বিশ্বের ১৬তম বৃহৎ জনসংখ্যার দেশটি পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে।

স্বচ্ছ পানি ও প্রশান্ত রেইনফরেস্টে আবৃত হালং বে, ৬ কিলোমিটার দীর্ঘ অর্ধচন্দ্রাকার সমুদ্র সৈকত নাহা ট্র্যাং কিংবা তিন স্তরের বিশাল ঝর্ণাধারা ডেটিয়ান জলপ্রপাত। প্রতিবছর দেশটির প্রাকৃতিক নিদর্শনগুলো দেখতে ভিড় করেন লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক।

চলতি শতাব্দির অন্যতম শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে এখন লণ্ডভণ্ড ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। ভারি বৃষ্টির কারণে অনেক স্থানেই দেখা গেছে আকস্মিক বন্যা।

মাইলের পর মাইল ফসলের ক্ষেত এখন পানির নিচে। ভূমিধসের ঘটনাও ঘটছে নিয়মিত। সহায় সম্বল হারিয়ে দিশেহারা মানুষ। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক বিপর্যয়ে পড়ার আশঙ্কায় ভিয়েতনামবাসী।

পণ্য পরিবহনের জন্য আমাদের একটি ট্রাক আর তিনটি মোটরসাইকেল ছিলো। সবই পানিতে ভেসে ছিলো। শুধু কিছু পণ্য বাঁচাতে পেরেছি। গৃহস্থালির সরঞ্জামগুলো পানিতে নষ্ট হয়ে গেছে। ইলেকট্রিক পণ্য মেরামত করা কঠিন। কী হবে বুঝতে পারছি না।

ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক নিদর্শনগুলোও। হালং বে'র চিত্রগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ধ্বংস হয়েছে আশপাশের হোটেল-মোটেল-রেস্টুরেন্ট। আবার কবে পর্যটকে মুখরিত হবে হালং বে, তার কোনো ঠিকানা নেই। তাই শঙ্কার মুখে দিন কাটাচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

‘আমার রেস্টুরেন্ট ধ্বংস হয়ে গেছে। হাতে অর্থ নেই। আমি কান্না আটকে রাখতে চাচ্ছি কিন্তু পারছি না। ২০০১ সালের পর এমন বন্যা দেখিনি। কখনোই ভাবিনি আমার বাড়িও পানিতে তলিয়ে যাবে।’

ভিয়েতনামের জিডিপির ১৫ শতাংশ নির্ভর করে দেশটির পর্যটন খাতের ওপর। বছরের প্রথমার্ধে দেশটি ভ্রমণে আসেন ৮৮ লাখ বিদেশি পর্যটক। যাতে আয় হয় ১ হাজার ৭০০ কোটি ডলার। বছরের বাকি সময়ে আরো ৯২ লাখ পর্যটক ভ্রমণের লক্ষ্যমাত্রা নেয়া হলেও বর্তমান পরিস্থিতিতে সে আশায় গুড়েবালি। পর্যটন সংশ্লিষ্টরা চাইছেন, ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর ভূমিকা রাখবে সরকার। যাতে আবারো পর্যটকে মুখর হয়ে ওঠে ভিয়েতনামের জনপদ।

এই সম্পর্কিত অন্যান্য খবর