এশিয়া
বিদেশে এখন
0

আর জি কর কাণ্ড; নতুন আইন কার্যকর করতে যাচ্ছে ভারত

আর জি কর কাণ্ডে নতুন আইন কার্যকর করতে যাচ্ছে সরকার। ধর্ষণ ঠেকাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন এ আইন কার্যকর করা হবে। এ বিষয়ে সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। যেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিল পাশের কথা রয়েছে।

অন্যদিকে আর জি কর কাণ্ডে শনিবারও ধর্ষকের বিচারের দাবিতে কলকাতা শহরে চলেছে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তার ও শিক্ষকরা। রোববার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক দিয়েছে ত্রিণমূল কংগ্রেস, বিজেপি, নাগরিক সমাবেশসহ বিভিন্ন সংগঠন।

সোমবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার এই দাবিতে মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট।

আরজি করে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও এখনও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তখন থেকেই বিক্ষোভে উত্তাল পশ্চিমববঙ্গ। ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি বিক্ষোভে যুক্ত হচ্ছেন সিনিয়র চিকিৎসক, শিক্ষক ও নাগরিক সমাজ।

শনিবারও আরজি কর কাণ্ডে জড়িতদের বিচার দাবি করে হাত ব্যানার নিয়ে র‌্যালি করেন শিক্ষার্থীরা। দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভে অংশ নেন সিনিয়র ডাক্তাররাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ ও হতাশা। জোরালো হচ্ছে তার পদত্যাগের দাবি।

রোববারও একই দাবিতে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভে অংশ নেবেন ত্রিণমূল কংগ্রেস, বিজেপি, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, নাগরিক সমাজসহ আরও অনেক সংগঠন। ত্রিণমূল কংগ্রেসের নারী সদস্যরা ধর্ষকের বিচারের দাবিতে অবস্থান নেবেন শহরের বিভিন্ন স্থানে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর