এশিয়া
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গে চিকিৎসকদের কর্মবিরতি, স্থবির পশ্চিমবঙ্গের চিকিৎসা কার্যক্রম

কলকাতার আরজি কর কাণ্ডে একপ্রকার স্থবির হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসা কার্যক্রম। রাজ্যজুড়ে টানা ১৩ দিনের মতো চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এতে, ব্যাহত হচ্ছে অস্ত্রপচারসহ জরুরি চিকিৎসা সেবা। এরমধ্যেই মহারাষ্ট্রে চার বছরের দুই শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে গোটা রাজ্যে। বিচারের দাবিতে প্রায় দুই হাজার মানুষের বিক্ষোভে মঙ্গলবার (২০ আগস্ট) দিনভর অচল হয়ে পড়ে মুম্বাইসংলগ্ন একটি রেলওয়ে স্টেশন, চলে সংঘর্ষও।

স্কুলে চার বছরের দুই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে মামলা নিতে থানায় গড়িমসি। অতঃপর ১২ ঘণ্টা দেরিতে মধ্যরাতে মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এতে ক্ষোভ দানা বাঁধে ভারতের মহারাষ্ট্রের থানেতে।

ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার প্রথমে স্কুল প্রাঙ্গণে, পরে স্থানীয় রেলস্টেশনে জড়ো হন প্রায় দুই হাজার মানুষ। ক্ষোভের বিস্ফোরণে ১০ ঘণ্টা বন্ধ থাকে মুম্বাইয়ের কাছেই অবস্থিত বাদলাপুর স্টেশন। কিছু সময়ের জন্য রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ে বাদলাপুরের সঙ্গে কেন্দ্রীয় রেল যোগাযোগ। ভাঙচুর চালানো হয় স্কুলে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আটক করা হয় বেশ কয়েকজনকে।

স্থানীয় একজন বলেন, 'এদেশে যদি আপনি ধর্ষণ বন্ধ করতে চান, তাহলে অন্তত এক-দুইজন ধর্ষককে হয় প্রকাশ্যে ফাঁসি দিন, নয়তো জনতার সামনেই তাদেরকে জ্বালিয়ে দিন। কোনো নেতা কিংবা রাজনীতিবিদ এখানে আসেনি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে এসে বলুন এর সমাধান কী? আপনারা কোনো পদক্ষেপ না নিলে এই ক্ষোভ বাড়তেই থাকবে। গোটা ব্যবস্থার বিরুদ্ধেই আমাদের এ লড়াই।'

মহারাষ্ট্রের এ ঘটনা এমন সময় ঘটলো, যখন পশ্চিমবঙ্গের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় ফুঁসছে গোটা ভারত। রাজধানী নয়া দিল্লিতেও বুধবার ন্যায়বিচারের দাবিতে কর্মবিরতিতে শামিল হন সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকরা।

এদিকে, ৯ আগস্টের ঘটনায় টানা ১৩ দিনের মতো স্থবির পশ্চিমবঙ্গের চিকিৎসা খাত, বিশেষ করে সরকারি হাসপাতালগুলো। পেছাচ্ছে পূর্বনির্ধারিত অস্ত্রোপচারের তারিখ। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে গেলেও স্বাস্থ্যসেবা খাতের মূল সমস্যাগুলো এখনও উপেক্ষিত। এমন অভিযোগে জরুরি সেবা বাদে কর্মবিরতিতে চিকিৎসকদের বড় একটি অংশ। দ্রুত বিচারের দাবিতে কর্তৃপক্ষকে চাপে রাখতে বুধবারও বিক্ষোভ সমাবেশের ডাক দেন চিকিৎসকরা।

উত্তেজনার মধ্যেই মঙ্গলবার টানা ষষ্ঠ দিনের মতো সিবিআই অফিসে হাজিরা দিয়েছেন আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দ্বীপ ঘোষ। আর্থিক দুর্নীতিসহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে চলছে জিজ্ঞাসাবাদ।

কলকাতা পুলিশের দয়ের করা এফআইআরে বলা হয়, পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী আর চিকিৎসা সরঞ্জাম বিক্রেতাদের কাছ থেকে কমিশন নিয়ে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন সন্দ্বীপ। এমনকি ব্যবহৃত সিরিঞ্জ, স্যালাইন বোতল, গ্লাভসের মতো একবার ব্যবহারযোগ্য চিকিৎসা সরঞ্জাম রিসাইকেল করে পুনর্ব্যবহার করতেন বলেও রয়েছে অভিযোগ তার বিরুদ্ধে।

tech