এশিয়া
বিদেশে এখন
0

হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনওয়ার

ইসমাইল হানিয়া নিহতের পর গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নিয়োগ পেলেও হানিয়ার মতোই সিনওয়ারও মূলত গোষ্ঠীটির সর্বাত্মক নেতা হিসেবেই কাজ করবেন।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় হামাস। অবরুদ্ধ গাজা থেকে বেশ কিছু রকেট ছুঁড়ে তার নিয়োগের খবর উদযাপন করা হয়। তাকে স্বাগত জানিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্যে পৌঁছাতে দেবেন না সিনওয়ার।

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাতে হামাসের প্রতিনিধি দলেরও নেতৃত্ব দেবেন তিনি। তরুণ বয়সে ইসরাইলে কারাবন্দি থাকা সিনওয়ারই বর্তমানে হামাসের একমাত্র জীবিত প্রভাবশালী নেতা। ইসরাইলি ভূখণ্ডে ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তিনি।

৬১ বছর বয়সী এ নেতার জন্ম গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে। ২০১৭ সালে তিনি হামাসের নেতা নির্বাচিত হন। তার আগে থেকেই ইসরাইলের অদম্য শত্রু হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তিনি।

কারাবন্দি হওয়ার আগে ইসরাইলি গোয়েন্দাদের পক্ষে কাজ করা ফিলিস্তিনি গুপ্তচরদের খুঁজে বের করে শাস্তি ও হত্যার নির্দেশ দিতেন তিনি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর