এশিয়া
বিদেশে এখন
0

ইমরান খানের বিয়ে অবৈধ নয়

অবৈধ বিয়ের মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। আজ (শনিবার, ১৩ জুলাই) ইসলামাবাদের একটি আদালত অবৈধ বিয়ের মামলায় ইমরান খান আর বুশরা বিবির আপিল মঞ্জুর করে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে জয় পাওয়ার একদিন পরই আজ এ রায় এলো।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত এদিন ‘ইদ্দত’ মামলায় ইমরান ও তার স্ত্রীর সাজার বিরুদ্ধে তাদের দায়ের করা আপিল গ্রহণ করে তাদের খালাস দিয়ে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, ইমরান খান ও বিবি সাহেবা খালাস পেয়েছেন।

ফেব্রুয়ারিতে নির্বাচনের আগ মুহূর্তে এই মামলায় ইমরান ও তার স্ত্রীকে ৭ বছরের কারাদেশ দেয়া হয়। তবে ইমরান খান এখনও কারাগারেই থাকবেন। কারণ ২০২৩ সালের মে মাসের দাঙ্গায় তার ইন্ধন থাকার মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আর একটি মামলায় খালাস পেলেই মুক্তি পাবেন এক বছরের কারাগারে থাকা ইমরান খান। ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লিগ জানায়, দেশের অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে ২০২৯ সাল পর্যন্ত কারাবন্দি থাকতে পারেন ইমরান খান।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর